লকডাউনের মধ্যেই ওপার বাংলায় বিধ্বংসী আগুন
লকডাউনের মধ্যে আগুনের কবলে কলকাতার এক বহুতলে বিধ্বংসী আগুন৷ ভবানীপুরের এক বহুতল আবাসনে সোমবার সকালে আগুন লেগে যায়৷ এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়৷ ঘটনাস্থলে ফায়ারসর্ভিসের ১০টি ইউনিট পৌছেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। উচ্চতা বেশি হওয়ায় আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
আগুন লাগার কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণের শব্দও শোনা যায়। বহুতলের যে পেন্ট হাউজে আগুন লেগেছে, সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন নীচের তলেও ছড়িয়ে পড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে। ধোঁয়ায় ভরে গিয়েছে বহুতল।
এখনও পর্যন্ত আগুনে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার পর বহুতল থেকে বেরিয়ে আসেন মানুষজন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।