বৈধভাবে ইতালি যেতে আবেদন করবেন যেভাবে
আবেদন কিভাবে করবেন জানুন
আপনার আবেদনপত্র প্রক্রিয়াকরণের জন্য, দয়া করে নিম্নলিখিত মৌলিক প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন:
ভিসার জন্য
পুরণকৃত ও আবেদনকারী দ্বারা স্বাক্ষরিত ভিসা আবেদন ফরম।
নির্দেশিত ২ কপি ছবি। ছবি ভিএফএস ফটো বুথ থেকেও তোলা যাবে।
বৈধ পাসপোর্ট (ভিসা ক্যাটাগরি অনুযায়ি বৈধতার মেয়াদকাল নির্ভর করে।
প্রাসঙ্গিক চেকলিষ্ট অনুসারে সকল সর্মথক কাগজপত্র।
ভিসা আবেদন ফিস,ভিএফএস এবং ব্যাঙ্ক এর বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ।
ভিসা এবং লিগালাইজেশনের জন্য
ঢাকা
আবেদনকারীদের অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্র, ঢাকায় যোগাযোগ করেন।
এ জে হাইটস (নীচ তলা),
চ-৭২/১/ ডি, প্রগতি সরণি
উত্তর বাড্ডা ঢাকা-১২১২,
বাংলাদেশ,
হ্যাল্পলাইন: (+৮৮) ০৯৬০৬ ৭৭৭৬৬৬, এবং (+৮৮) ০৯৬৬৬ ৯১১৩৮৪ (মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য) (রবিবার থেকে বৃহস্পতিবার ০৯০০ – ১৭০০)
ইমেল: [email protected]
ওয়েবসাইট: http://www.vfsglobal-it-bd.com
প্রক্রিয়া সমূহ
সেঙ্গেন ভিসার জন্য (৯০ দিনের কম সময়ের জন্য)
লেখাপড়ার ভিসাসমূহ (৯০ দিনের কম ও বেশি উভয়টির জন্য)
ইতালী ভিসা ও লিগালাইজেশন আবেদন কেন্দ্র দ্বারা প্রাপ্ত আবেদনপত্রগুলো এম্বাসি নির্দেশনা অনুযায়ি কার্যদিবসেই ঢাকায় অবস্থিত ইতালি এম্বাসিতে প্রেরণ করা হবে। আবেদনপত্রের মূল্যায়ন সম্পন্ন হওয়া মাত্র আবেদনপত্রটির ব্যাপারে সকল সিদ্ধান্ত, পাসপোর্ট এবং আনুষাঙ্গিক কাগজপত্রগুলো ইতালি ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।
জমার পরে
য়দি আপনি বাংলাদেশে ইতালী ভিসা এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্রে ভিসা অথবা লিগালাইজেশন আবেদন জমা দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার আবেদনপত্র রেফারেন্স নম্বর, নামের শেষাংশ, বারকোড নাম্বার, পাসপোর্ট নাম্বারএবং জন্ম তারিখ (প্রয়োজনোযায়ী ভীন্ন ভীন্ন লিঙ্ক এ ভীন্ন ভীন্ন তথ্য) প্রদান করে আপনার আবেদনপত্রের অবস্থা চেক করতে পারবেন।