ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতার গান গাইলেন হিরো আলম
আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক গান গেয়েই চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি হিরো আলম। তারই ধারাবাহিকতায় এবার ইন্দোনেশিয়ান ভাষায় গান গাইলেন তিনি।
শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
জানা গেছে, হিরো আলমের গাওয়া এই গানটি ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার। এর শিরোনাম ‘আকু মা অ্যাপা আতুহ’।
হিরো আলম জানান, তার গাওয়া ইন্দোনেশিয়ান ভাষায় এই গানটি এক প্রেমিক যুগলের বিরহের গান। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার সজল। সংগীত করেছেন রাব্বী খান। আর গানের ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম নিজেই।
এর আগে বাংলা, আরবি, হিন্দি, চীনা ও ইংরেজি ভাষার গান গেয়ে তা ইউটিউবে প্রকাশ করেছেন হিরো আলম। সর্বশেষ তার আরবি ভাষার গানের ভিডিও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। গানের ভিডিওতে শেখের ভূমিকায় দেখা দেন তিনি। যমুনা নদীর চরকে উষ্ণ মরুভূমি রূপে তুলে ধরে মিউজিক ভিডিওটির শুটিং করেন।
হিরো আলম একের পর এক গান গেয়ে আলোচনায় থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।