মগবাজারে ভবনে বিস্ফোরণ: নিহত ৩, আহত অর্ধশত
রাজধানীর মগবাজারে আড়ং–এর বিপরীতে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু এবং অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রয়েছে। তবে কোথা থেকে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ছবি: সৈয়দ মাহামুদুর রহমান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।