চার মাসে ‘অবশ্যই’ ৪৪২ প্রকল্প সমাপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৪৪২টি প্রকল্প সমাপ্তির অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো সমাপ্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী বরাদ্দও দেয়া হয়েছে আরএডিপিতে। এজন্য অর্থবছরের বাকি চার মাসের মধ্যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অর্থবছরের আরএডিপির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। আরএডিপি অনুমোদনের সময় ৪৪২টি প্রকল্প বাকি চার মাসে শেষ করার নির্দেশনা দেন বলে সভা শেষ জানান পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।
সূত্র জানায়, বর্তমান অর্থবছরের মূল এডিপিতে ৩৮১টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে বিনিয়োগ প্রকল্প ছিল ৩৭৯টি এবং কারিগরি সহায়তা প্রকল্পটি ছিল দু’টি। আজ অনুমোদিত আরএডিপিতে এই অর্থবছরে ৪৪২টি প্রকল্পটি সমাপ্তির জন্য চূড়ান্ত করা হলো।
এ বিষয়ে এনইসি সভা শেষে সচিব জয়নুল বারী বলেন, ‘৪৪২টি প্রকল্প এই অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত আছে। এই প্রকল্পগুলোর জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর যে অর্থ চাহিদা ছিল, সেই অনুযায়ী আমরা তাদেরকে বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সময় বর্ধন করা যাবে না।’
কোনো কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এ অর্থবছরে নির্ধারিত প্রকল্পগুলো শেষ করতে না পারলে সেগুলোর ক্ষেত্রে কী হবে জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘৪৪২টি প্রকল্প এ অর্থবছরে শেষ করার জন্য আছে। মন্ত্রণালয়/বিভাগগুলো বলেছে, তারা এর মধ্যে শেষ করতে পারবে। সেজন্য তারা অর্থ চেয়েছে। আমরা দিয়েছি। কমিটমেন্ট তারা করেছে। অনুশাসন দেয়া হয়েছে করতেই হবে। কোনো কারণে যদি বাস্তবায়ন না হয়, তাদের চাওয়াটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তো এটা পরবর্তী এডিপিতে আসার সম্ভাবনাই থাকে। কিন্তু আমরা এটাই বলব যে, আগামী ৪ মাসের মধ্যে তারা এগুলো বাস্তবায়ন করতে পারবেন।’
সচিব বলেন, ‘আমরা প্রস্তাব করেছি যে, ভবিষ্যতে এনইসি যে প্রকল্পগুলো সমাপ্তির জন্য নির্ধারণ করা হবে, তা ওই বছরই শেষ করতে হবে। কারণ কোনো প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হলে ছয়মাস আগে থেকে প্রস্তাব শুরু করতে হয়। বর্তমান অর্থবছরের মাত্র চারমাস (অন্যান্য বছরও আরএডিপির সাধারণ তিন বা চারমাস সময় থাকে) সময় আছে। সুতরাং সমাপ্তির জন্য থাকা প্রকল্পগুলোর মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। সেটি আমরা প্রস্তাব করেছিলাম যে, আর্থিক শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে আরএডিপি সংশোধনের পর সমাপ্তযোগ্য প্রকল্প অবশ্যই সমাপ্ত করতে হবে। মেয়াদ বৃদ্ধি করা যাবে না।’