এক নজরে দেখে নিন বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে-কমবে
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
এটি দেশের ৪৯তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট।প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্যের দাম বাড়তে পারে…
আসবাবপত্র: আসবাবপত্র বিপণন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এতে ব্রান্ডের ফার্নিচারের দাম বাড়বে।
প্রসাধনী সামগ্রী: সব ধরনের প্রসাধনী সামগ্রী আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে ছেলে-মেয়ে উভয়েরই প্রসাধন সামগ্রী কেনার খরচ বাড়বে।
সিগারেট: প্রস্তাবিত বাজেটে নিম্নমানের সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক এবং প্রিমিয়াম সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। একইভাবে বিড়ির মূল্যস্তর বাড়ানোর হয়েছে। এতে বিড়ি-সিগারেটের দাম বাড়বে।
গুল-জর্দা: ধোয়াবিহীন তামাক গুল-জর্দার মূল্য ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ১০ গ্রাম জর্দার দাম ৩০ থেকে ৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৫০ থেকে ৫৫ শতাংশ করা হয়েছে। একইভাবে ১০ গ্রাম গুলের দাম ১৫ থেকে ২০ টাকা এবং সম্পূরক শুল্ক ৫০ থেকে ৫৫ শতাংশ করা হয়েছে। এতে জর্দা ও গুলের দাম বাড়বে।
মুধ: দেশিয় চাষীদের স্বার্থ সংরক্ষণে মধু আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে। এতে বিদেশি মধুর দাম বাড়বে।
বজ্রপাতরোধী যন্ত্র: এ যন্ত্রের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।