প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সুনামগঞ্জে যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় সুনামগঞ্জে আক্তার মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিালয়ান- র্যাব।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার এএসপি মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।
পরে র্যাব কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আক্তার মিয়া দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এলাকার মৃত মো. সুরুজ আলীর ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ যুগান্তরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আসছিল।
তার ফেসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।