করোনা ঠেকাতে অক্ষয় দিলেন ২৫ কোটি টাকা

করোনা মোকাবিলায় ভারতে একজোট গোটা দেশ। যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতেই হবে। এই মনোভাব নিয়েই লড়াই করছেন সকলে। করোনা যুদ্ধে জয়ী হতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে তা সামাল দিতে আরও অর্থের প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দাঁড়িয়ে শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ নামে ওই তহবিলে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান মোদি। আর এই ঘোষণার পরই তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেন বলিউড অভিনেতা অক্ষয়।

এক টুইটার বার্তায় অক্ষয় লেখেন, ‘এই মুহূর্তে একটাই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হল মানুষের জীবন। যেভাবেই হোক সকলকে রক্ষা করতে হবে। আমি আমার সঞ্চয় থেকে ২৫ কোটি টাকা নরেন্দ্র মোদিজির পিএম-কেয়ারস তহবিলে দান করছি। আসুন, আমরা প্রতিটি প্রাণকে রক্ষা করার চেষ্টা করি। এই কাজে যেন কোনও ফাঁক না থাকে। মানুষ থাকলেই দুনিয়া থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *