সুইমিং পুলে সৃজিত-মিথিলার রোমান্স

সব সময়েই আলোচনা থাকেন সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই নিজেদের একান্ত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ট্রলের শিকারও হয়েছেন এ দম্পতি। সবশেষ গঙ্গায় ভ্রমণে গিয়ে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন তারা।

এবার সুইমিং পুলে সৃজিতের সঙ্গে রোমান্সের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্ত্রী মিথিলা। ছবিতে দেখা গেছে, সুইমিং পুলে স্ত্রীর সঙ্গে রোমান্সে মত্ত সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছে মিথিলার কন্যা আইরাও।

সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন মিথিলা। ফিরে গিয়ে খোশ মেজাজেই ধরা পড়লেন দু’জনে। মেয়ে আইরাকে নিয়ে হাসিখুশিই কাটছে সৃজিত-মিথিলার সংসার। সুইমিং পুলে ক্যামেরাবন্দি সৃজিত-মিথিলা আর ছোট্ট আইরার ছবি ঠিক এমনটাই জানান দেয়।

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের একবছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন সৃজিত-মিথিলা। হাজারও ব্যস্ততার মধ্যেও সৃজিত-মিথিলা কিন্তু দুজনেই একে অপরকে যথেষ্ঠ সময় দেন। সুযোগ পেলেই ছোট্ট আইরাকে নিয়েই বেড়াতে চলে যেতে দেখা যায় তাদের।

সূত্র: জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *