সৌদিআরবে মর্মান্তিক দুর্ঘটনায় এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু !
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত আরেকজন আহত হয়েছেন । মরুভুমির রাস্তায় ধুলি ঝড়ের মধ্যে আরকেটি লরির সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে বলে হতাহতের পরিচিতরা জানান ।
২১মার্চ শনিবার স্থানীয় সময় রাত ৮ টার সময় সৌদি আরবের হাইল – তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান (৩০) নামের প্রবাসী বাংলাদেশি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের গাড়ীর ড্রাইভার নুর নবী। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
নিহত নোমান নোয়াখালী কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেব বাড়ীর শেখ ফরিদের ছেলে । তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসাবে সৌদিতে কর্মরত ছিলেন । আহত নুর নবীর বাড়ী একই এলাকায় ।