যে শর্ত সাপেক্ষে জামিনের পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা

সকালে জামিনের পর বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে রবিবার (২৩ মে) সকালে তাকে জামিন দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান রোজিনা।

সচিবালয়ে গত ১৭ই মে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তার পর দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস আইনে শাহবাগ থানায় মামলা করা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে। তখন থেকেই ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন আদালত তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আর জামিনের আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়।

গেল বৃহস্পতিবার ভার্চুয়াল আদালতের অধিকতর শুনানিতে জামিনের বিরোধিতা করে একটি ভিডিও দাখিলের জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত তা আমলে নিয়ে রবিবার আদেশ দেয়ার দিন ধার্য করে।

রবিবার সকালে ভার্চুয়াল আদালতে আবারও শুনানি অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপক্ষ রোজিনার পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেয়া যেতে পারে বলে মত দেয়। আদালত রোজিনার পাসপোর্ট জমা দেয়ার শর্তে তাকে জামিন দেন।

এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এই মামলা নিঃশর্ত প্রত্যাহার দাবি করেন।

এদিকে সকালে জামিনের পর আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান রোজিনা ইসলাম। মুক্তির পর তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *